VIDEO EDITING COURSE BY INTERACTIVE CARE

 


যে কোনো ধরণের ভিডিও প্রজেক্ট তৈরি করা একটি দীর্ঘ প্রক্রিয়া যেখানে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায় থাকে। একটি আকর্ষণীয় ও নজরকাড়া ভিডিও তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো Video Editing বা ভিডিও সম্পাদনা। ছবি ও শব্দের এক দারুণ মিশ্রণের মাধ্যমে আপনি দর্শকের অন্তরে পৌঁছাতে পারেন সহজেই। ফুঁটিয়ে তুলতে পারেন একটা সম্পূর্ণ গল্প; তুলে ধরতে পারেন যেকোনো বিষয়ে বিস্তারিত তথ্য।

Download

এ পৃথিবীকে গল্প বলতে এবং শোনাতে আপনারও নিশ্চয়ই ইচ্ছে হয়? কিছু মুহূর্তকে পরম যত্নে তুলে রাখতে চান স্মৃতির এ্যালবামে অথবা ভিডিও এডিটিং-এর প্যাশনকে কাজে লাগিয়ে গড়তে চান ক্যারিয়ার?

Download

তাই Interactive Cares আপনাকে দিচ্ছে একজন দক্ষ ও সার্টিফাইড ভিডিও এডিটর হওয়ার সুবর্ণ সুযোগ।বহুল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর জুবায়ের তালুকদারের কাছ থেকে ভিডিও এডিটিং শিখে নিতে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন Interactive Cares আয়োজিত ‘Complete Course on Complete Video Editing’ এ।

জুবায়ের তালুকদার BUET থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার পর ফিল্মমেকিং কে তার Passion এবং Profession হিসেবে বেছে নিয়েছেন। তাঁর কাজ অনেক মানুষকে আবার নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। সম্প্রতি তিনি ‘লুমিয়ার স্টুডিওস’ নামে নিজস্ব সংস্থার যাত্রা শুরু করেছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওয়েডিং ফটোগ্রাফি সংস্থা ‘চিত্রগল্প’ এর ভিডিও সম্পাদকও। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন!




Post a Comment

Previous Post Next Post

ads